ক্যাম্পাস

মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ২০১৮ সালে জারিকৃত পরিপত্র বাতিলের প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ফের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

Advertisement

সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামের মুক্তমঞ্চের সামনে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

দ্বিতীয় দিনের মতো আজ বাকৃবির শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলন করছে। ঈদের পূর্বে গত ১০ জুন বাকৃবির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছিলেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার। আর এ কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্ত সংবিধানের স্পষ্টত লঙ্ঘন বলে আমরা মনে করি। সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্ত না হলে ছাত্র সমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলন করে যাবেন।

Advertisement

কৃষি অনুষদের শিক্ষার্থী মো. জুহায়ের আমিন হৃদয় বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা সবার সাংবিধানিক মৌলিক অধিকার। আবারো সেই পুরোনো কোটা প্রথা ফিরিয়ে আনার যে প্রয়াস দেখা যাচ্ছে তাতে এ মৌলিক অধিকার লাভের পথ ব্যাহত হবে। সচেতন ছাত্র সমাজ পূর্বের মত বর্তমানেও এমন বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিজেদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে ফিরবে না।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাজহারুল ইসলাম তুষার বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও কোটা প্রথা এভাবে চলতে পারে না। বর্তমানে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ছাড়া আর কোনো কোটার প্রয়োজন নেই। আগামী ৪ জুলাইয়ের রায় সারা বাংলার ছাত্র সমাজের যৌক্তিক দাবির বিরুদ্ধে গেলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তথা বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য সিভিল সার্ভিসে মেধাভিত্তিক নিয়োগের বিকল্প নেই।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

Advertisement