জাতীয়

ফটিকছড়িতে যাত্রীবেশে স্কুলশিক্ষিকার মোবাইল-স্বর্ণালংকার ছিনতাই

চট্টগ্রামের ফটিকছড়িতে দিনদুপুরে অস্ত্রের মুখে রাশেদা আকতার নামে এক স্কুলশিক্ষিকার টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার (১ জুলাই) সকালে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের মদিনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা। তিনি বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দুটি টিম অভিযানে আছে।

জানা যায়, ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাশেদা আকতার প্রতিদিনকার ন্যায় সিএনজিচালিত অটোরিকশা করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিকশাতে আগে থেকে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী সড়কের মদিনা মাদ্রাসার সামনে রাশেদা আকতারকে অস্ত্র দেখিয়ে সবকিছু নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী রাশেদা আকতার বলেন, আমার বাড়ি, স্কুল আর ঘটনাস্থল সবমিলিয়ে এক কিলোমিটারের মধ্যে। ওই সিএনজি অটোরিকশার চালকসহ সবাই ছিনতাইকারী। অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর পাশের একজন অস্ত্র তাক করে, আরেকজন মুখ ও গলা চেপে ধরে আমার ব্যাগে থাকা টাকা, মোবাইল এবং কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।

Advertisement

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম