খেলাধুলা

এক ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ের আর্জেন্টাইন কোচ

কোপা আমেরিকায় যেন কোচদের ডাগআউটে বসা নিয়ে নিষিদ্ধের ছড়াছড়ি চলছে। আগের দিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে দুটি ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে দেরি করে ঢোকায় শেষ ম্যাচে নিষিদ্ধ করেছিল কনমেবল।

Advertisement

এবার একই অপরাধে অভিযুক্ত হওয়ায় উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাকেও এক ম্যাচ নিষিদ্ধ করেছে কনমেবল।

উরুগুয়ে গ্রুপের শেষ ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আগের দুই ম্যাচ জিতে কোয়ার্টার নিশ্চিত করে রেখেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচটি জীবন মরণ লড়াই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না বিয়েলসা। শুধু তাই নয়, ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনেও তিনি থাকতে পারবেন না।

Advertisement

এর আগে লিওনেল স্কালোনির পাশাপাশি চিলির কোচ রিকার্ডো গারেচা ও ভেনেজুয়েলার কোচ ফার্নান্দো বাতিস্তাকে একই অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল লাতিন আমেরিকার নিয়ন্ত্রক সংস্থাটি। নিষিদ্ধ হওয়া চার কোচই আর্জেন্টাইন।

আরআর/জেআইএম