জাগো জবস

সাধারণ জ্ঞান : বাংলা ভাষা ও সাহিত্য

যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞানে বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন বাধ্যতামূলক। একটু চর্চা থাকলে খুব সহজেই এ অংশ থেকে নম্বর সংগ্রহ করা সম্ভব। তাই আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ বিষয় নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন। ১. প্রশ্ন : ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ।২. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?উত্তর : শেষের কবিতা।৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?উত্তর : পত্রিকা।৪. প্রশ্ন : জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?উত্তর : রাখালী।৫. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর : আনোয়ার পাশা।৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?উত্তর : মৃত্যুক্ষুধা।৭. প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?উত্তর : কাব্য।৮. প্রশ্ন : বহিঃপীর কী?উত্তর : একটি নাটক।৯. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?উত্তর : পথের দাবী।১০. প্রশ্ন : কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী?উত্তর : ভবিষ্যতের বাঙালি।১১. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’- কে বলেছেন?উত্তর : প্রমথ চৌধুরী।১২. প্রশ্ন : ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী?উত্তর : স্থাবর।১৩. প্রশ্ন : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?উত্তর : প্রত্যয়জনিত।১৪. প্রশ্ন : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?উত্তর : হ্যাঁ-বাচক।১৫. প্রশ্ন : কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-উত্তর : ফাঁকি দেওয়া।১৬. প্রশ্ন : নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?উত্তর : আষাঢ়।১৭. প্রশ্ন : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-উত্তর : সমক্ষ।১৮. প্রশ্ন : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী?উত্তর : উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে।১৯. প্রশ্ন : তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে ‘কী’ কোন পদ?উত্তর : সর্বনাম।২০. প্রশ্ন : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?উত্তর : অধিকরণ কারকে সপ্তমী।এসইউ/পিআর

Advertisement