ক্যাম্পাস

সোমবার ১ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির নীলক্ষেত প্রবেশপথের যান চলাচল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১ জুলাই) নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন প্রবেশপথের যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকবে। রোববার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্যে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন২০৩৫ সালের মধ্যে উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠাবার্ষিকীতে একগুচ্ছ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। স্মৃতি চিরন্তন চত্বর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে গমন করবেন।

এছাড়াও সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে একটি আলোচনা সভা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Advertisement

এমএইচএ/এমআইএইচএস/জেআইএম