প্রবেশপত্র না পেয়ে এইচএসসি (টেকনিক্যাল) পরীক্ষায় অংশ নিতে পারলেন না লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্যমুখী বি এম (নন এমপিওভুক্ত) কলেজের ১৬ শিক্ষার্থী। এজন্য শিক্ষকের অবহেলাকে দায়ী করেছেন তারা।
Advertisement
রোববার (৩০ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে পরীক্ষার একদিন আগে প্রবেশপত্র আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সূর্যমুখী বিএম কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে ফরম পূরণ করেন। তবে ১৬ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। কলেজ কর্তৃপক্ষ জানায়, তারা সময়মতো প্রবেশপত্র পেয়ে যাবেন। তবে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বিপুল চন্দ্র নামের ভুক্তভোগী একজন পরীক্ষার্থী বলেন, ‘সঠিক সময়ে ফরম পূরণের টাকা দিয়েও পরীক্ষার জন্য প্রবেশপত্র পেলাম না। আমাদের এক বছর নষ্ট হয়ে গেলো। এর দায়িত্বটা কে নেবে?’
Advertisement
আবু হাসান লিমন নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘শিক্ষকদের অবহেলার কারণে আমরা একটি বছর পিছে গেলাম। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’
এ বিষয়ে ফরম পূরণের দায়িত্বে থাকা কলেজশিক্ষক সুকুমার রায় বলেন, আমি তাদের প্রবেশপত্রের বিষয়ে ঢাকায় অবস্থান করছি। এসময় তার অবহেলায় শিক্ষার্থীদের প্রবেশপত্র না আসার বিষয়টি তিনি এড়িয়ে যান।
সূর্যমুখী বি এম কলেজের অধ্যক্ষ এনামুল হক বলেন, ‘আমাদের ফরম পূরণের কাজ শিক্ষক সুকুমার রায় করেন। অনলাইনে ফরম পূরণ করতে গিয়ে সব ডিলিট হয়ে গেছে। পরে ১৬ শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। তাই তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।’
জানতে চাইলে কালিগঞ্জ ইউএনও জহির ইমাম বলেন, ‘এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। কী কারণে শিক্ষার্থীরা প্রবেশপত্র পেল না তা তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
Advertisement
রবিউল হাসান/এসআর/জেআইএম