দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে সব কিছুই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
Advertisement
রোববার (৩০ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা চলবে।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দুর্নীতির যে মামলাগুলো হাইকোর্টে আসে সেগুলোতে দুদক ও রাষ্ট্র যথাক্রমে পক্ষ থাকে। দুদকের প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা করি। আর দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে সব কিছুই করা হবে।
দুর্নীতির মামলা ধীরগতিতে পরিচালিত হচ্ছে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতির মামলায় কাগজপত্রের প্রমাণ দরকার হয়। এছাড়া অনুসন্ধানের বিষয় থাকে। তাই হয়তো একটু সময় লাগে।
Advertisement
এফএইচ/এমএইচআর/জেআইএম