দেশজুড়ে

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনায় গৃহবধূ মালেকা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে জামাল হোসেনকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (৩০ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জামাল হোসেন উপজেলার ছায়কোট গ্রামের বাসিন্দা।

মামলার বাদীপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জামাল হোসেন তার স্ত্রী মালেকা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। খবর পেয়ে নিহত মালেকার স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে খোরশেদ আলম বাদী হয়ে জামাল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। ঘটনার তিনদিন পর আসামি জামাল হোসেনকে আটক করে পুলিশ। তিনি স্ত্রীকে হত্যা করেছেন মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৫ সালের ৫ আগস্ট আসামি জামাল হোসেনের নামে অভিযোগপত্র গঠন করা হয়। পরে ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার দুপুরে আদালত এ রায় দেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

Advertisement