জাতীয়

রাজধানীতে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের নূরানী মসজিদ এলাকার একটি বাসা থেকে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদের চাচা জসিম মাতব্বর জানান, আমার ভাতিজা পেশায় রিকশাচালক। দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করেই আবু সাইদ ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আবু সাঈদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার দক্ষিণ খাকছড়া গ্রামে।

Advertisement

খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/জেআইএম