স্বাস্থ্য

সভাপতি ডা. শামিম উজ্জামান, মহাসচিব ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান ও মহাসচিব পদে অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

Advertisement

শনিবার (২৯ জুন) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. আবদুস সবুর। এছাড়া ঢাকার ভিতরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে নির্বাচিত হয়েছেন, ডা. আবু জাফফর চৌধুরী ও ডা. সারওয়ার ইবনে সালাম। ঢাকার বাহিরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ও ডা. মোহাম্মদ মেহেদী নেওয়াজ।

নির্বাচন কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. মো. হামিদুর রহমান এবং এতে সদস্য হিসেবে ছিলেন ডা. মো. শামীমুল কবীর এবং ডা. মো. মারুফ আল-হাসান।

Advertisement

আরও পড়ুন>>>মাত্রাতিরিক্ত ওষুধে রোগীর মৃত্যু: দুই চিকিৎসকের সনদ স্থগিত

নির্বাচনে ডা. কাজী শামীম উজ্জামান ৪০৬ ভোট পেয়ে তিনজন প্রার্থীর মধ্যে সভাপতি নির্বাচিত হন। তিনি নিটোরের পরিচালক হিসেবে কর্মরত। একইসঙ্গে ডা. মো. জাহাঙ্গীর আলম ৬৪৮ ভোট পেয়ে তিনজন প্রার্থীর মধ্যে মহাসচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে যুগ্ম-মহাসচিব পদে ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, পাবলিকেশন সম্পাদক পদে ডা. মোল্লা মিজানুর রহমান, অফিস সম্পাদক পদে ডা. রিপন কুমার দাস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক পদে ডা. রাজীব আহমেদ, সায়িন্টিফিক সম্পাদক পদে ডা. মোহাম্মদ খুরশেদ আলম এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সদস্য হয়েছেন মোট ১১ জন। তারা হলেন, ডা. রামদে রাম কাইরি, ডা. এম. আমজাদ হোসেন, ডা. মো. আনিসুর রহমান লাবু, ডা. মো. ইকবাল কাভী, ডা. মো. আনোয়ারুল ইসলাম, ডা. মো. সুবীর হাসেন, ডা. এ. এস. এম. নুরুল আলম সিদ্দিকী, ডা. শুভ প্রসাদ দাস, ডা. মো. আসাদুজ্জামান (আজাদ), ডা. ও. জেড. এম. দস্তগীর, ডা. মোহাম্মদ তানভীর আশরাফ

এএএম/এসআইটি/জেআইএম

Advertisement