শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে খোকন মাদবর (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত খোকন মাদবর উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি এলাকার নুরু মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মাদবর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। রোববার ভোরে তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। তিনি যখন জাল তুলছিলেন হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, নদীতে জাল তুলতে গিয়ে খোকন মাদবর বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।
Advertisement
জাজিরা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, বজ্রপাতে খোকন মাদবর নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিধান মজুমদার অনি/এফএ/এএসএম