২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে টানা দরপতন দেখা যায়। তবে এরপর গুঞ্জন ছড়ায় চূড়ান্ত বাজেটে শেয়ারবজারের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে না। এতে পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করে শেয়ারবাজার।
Advertisement
অবশ্য প্রস্তাবিত বাজেট পাসের আগে এখন গুঞ্জন ছড়িয়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকছেই। ফলে বাজেট পাসের দিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারের বড় দরপতন দেখা দিয়েছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
রোববার (৩০ জুন) প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ৫৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার কিছু বেশি। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে আড়াইশোর বেশি প্রতিষ্ঠান।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্য সূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
Advertisement
আরও পড়ুন
সংসদে অর্থবিল পাস বাজেটকে মোটেই উচ্চাভিলাষী মনে করি না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ, সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকছেএদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঋণাত্মক প্রবণতা বাড়ে। এতে আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৪ পয়েন্ট কমে যায়।
তবে এরপর কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় চলে এসেছে। এতে সূচকের ঋণাত্মক প্রবণতা কমতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৩টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৪৫ লাখ টাকা।
Advertisement
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।
এমএএস/বিএ/এমএস