২০২২ বিশ্বকাপটা অন্যান্য সব আর্জেন্টাইন ফুটবলারের দারুণ কাটলেও লাওতারোর একদমই ভালো কাটেনি। একজন স্ট্রাইকারের কাজই হচ্ছে দলের গুরুত্বপূর্ণ সময়ে গোল করা। কিন্তু বিশ্বকাপ ফাইনালে অনেক সুযোগ পেয়েও তা করতে ব্যর্থ হন তিনি।
Advertisement
ডাচদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিতে গোল করলেও লাওতারো নিজের পারফরম্যান্সে একদমই অখুশি ছিলেন।
কোপা আমেরিকায় অবশেষে স্বরূপে ফিরলেন এই ইন্টার তারকা। ২০২৩-২৪ মৌসুমে ইন্টারের সেরা ফুটবলারের তকমা জেতা লাওতারো এবার আর্জেন্টিনার হয়ে ৩ ম্যাচে ৪ গোল করে দলকে কোপার কোয়ার্টারে তুললেন।
আরও পড়ুন
Advertisement
এই ভালো পারফরম্যান্সকে অনেকটা নিজের পাপমোচনের মতোই মনে লাওতারো। বিশ্বকাপের সেই ট্রমা থেকেও বের হতে চান তিনি।
ম্যাচ শেষে লাওতারো বলেন, 'আমি খুশি, কারণ গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করতে পেরেছি। কারণ এর মাধ্যমে দলকে সাহায্য করতে পেরেছি। চিলির বিপক্ষে ম্যাচের পরও বলেছি আমি। ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছি আমি। বিশ্বকাপের সেই খারাপ পারফরম্যান্সের ট্রমা থেকে বের হতে চাই আমি। কোপা আমেরিকার জন্য এমন প্রস্তুতির দরকার ছিল এবং আমি তা দেখিয়েছি।'
আরআর/এমএস
Advertisement