দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭ টন সরকারি চাল উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গা‌রিয়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের ঘর থেকে জেলেদের ‌ভি‌জিএফের সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Advertisement

শনিবার (২৯ জুন) রাতে দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালান। এ সময় প্রায় সাড়ে ১৭ টন চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল হাতেনাতে উদ্ধার করে প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চালসহ বাড়িটি সিলগালা করে রাখা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে আমি ও আমার এসিল্যান্ড তাৎক্ষণিক চলে আসি। পাশাপাশি দুমকি থানায় খবর দিলে থানা পুলিশও সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছায়। এখানে এসে আমরা ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল উদ্ধার করি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

তিনি আরও বলেন, এসব সরকারি চাল খাদ্যগুদামে মজুত থাকার কথা ৷ গুদাম থেকে বের করা হয় বিতরণের জন্য। এরপরও সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদামে রাখতে হবে। এর বাইরে কারও ব্যক্তিগত বাড়িতে অথবা অন্যকোথাও এসব সরকারি চাল রাখার সুযোগ নেই।

আব্দুস সালাম আরিফ/এমআরএম