জাতীয়

অটোরিকশায় ফেলে যাওয়া ৪ লাখ টাকা উদ্ধার করে দিলো পুলিশ

স্বামীকে ক্যানসারের চিকিৎসা করাতে রংপুর থেকে ঢাকায় আসেন এক নারী। এরপর সিএনজি অটোরিকশায় গ্রিনরোডের এক হাসপাতালে আসেন তারা। হাসপাতালে তাদের নামিয়ে দিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে চলে যান চালক। তবে ওই যাত্রীরা ভুলবশত সিএনজি অটোরিকশায় লাগেজ ফেলে রেখে নেমে যান। ওই লাগেজে ছিল চার লাখ টাকাসহ চিকিৎসার কাগজপত্র ও তাদের পোশাক।

Advertisement

বিষয়টি জানতে পেরে টাকাসহ লাগেজ উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরে লাগেজসহ চার লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিয়েছে ঢাকা মহানগর পুলিশের কলাবাগান থানা পুলিশ।

শনিবার (২৯ জুন) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এসব তথ্য জানান।

আরও পড়ুন

Advertisement

৯৯৯-এ ফোন, বাজারের থলেতে মিললো কাটা রাইফেল-কার্তুজ

তিনি জানান, গতকাল শুক্রবার এক নারী তার স্বামীকে ক্যানসারের চিকিৎসা করাতে রংপুর থেকে ঢাকায় আসেন। সিএনজি অটোরিকশা চালক তাদের হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যান। কিন্তু তারা ভুলবশত সিএনজি অটোরিকশায় লাগেজ ফেলে রেখে নেমে যান। লাগেজের মধ্যে চিকিৎসার চার লাখ টাকাসহ চিকিৎসার কাগজপত্র ও জামা-কাপড় ছিল।

ওসি মফিজুল আলম বলেন, এসআই আব্দুর রহিম দায়িত্ব পালনকালে দুপুর দুইটার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে সিএনজি অটোরিকশা চালককে খুঁজে বের করেন। এরপর টাকাসহ লাগেজটি উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেন।

কলাবাগান থানা পুলিশের তৎপরতায় হারানো টাকা ফিরে পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন ভুক্তোভোগী ও তার স্বামী।

টিটি/কেএসআর/এমএস

Advertisement