খেলাধুলা

দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় পেরুর বিপক্ষে নিষিদ্ধ স্কালোনি

একে তো ইনজুরিতে মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা দল, তার ওপর দলে নতুন করে ‌‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এসে জন্মেছে লিওনেল স্কালোনির ওপর কনমেবলের নিষেধাজ্ঞা।

Advertisement

কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল। এতে করে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না এই বিশ্বকাপজয়ী কোচ।

আরও পড়ুন পেরুর বিপক্ষে খেলবেন না মেসি চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কানাডার বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে আসতে ২০ মিনিটের মতো সময় লাগায়। আবার চিলির বিপক্ষে অতটা না লাগালেও নির্ধারিত সময়ের থেকে দুই মিনিট বেশি নেয় তারা। স্কালোনির পাশাপাশি চিলির কোচ গারেচাকেও নিষিদ্ধ করেছে কনমেবল।

আরআর/বিএ

Advertisement