দেশজুড়ে

দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বরিশালের হিজলায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে হিজলা উপজেলার হরিনাথপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

Advertisement

যৌথভাবে এ অভিযান চালায় কোস্টগার্ড ও হিজলা, মুলাদী উপজেলা মৎস্য দপ্তর।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ থেকে হাতিয়াগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে ২৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ ৭৮ লাখ মিটার। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Advertisement

অভিযানে হিজলা কোস্টগার্ডের সিসি কন্টিনজেন্ট কমান্ডার সোহেল রানা, মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শাওন খান/জেডএইচ/এমএস