দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ১১ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে।
Advertisement
সম্প্রতি এই বকেয়া ভূমি উন্নয়ন করের কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি সংস্কার বোর্ড।
চিঠিতে বলা হয়, দেশের উন্নয়নের স্বার্থে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও নিজস্ব আয় বৃদ্ধি অপরিহার্য। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জেলা প্রশাসকদের কার্যালয়ে থেকে পাওয়া ভূমি উন্নয়ন কর আদায় পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রতিষ্ঠানগুলোর কাছে ১১ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৩৭৯ টাকা বকেয়া রয়েছে।
এ অবস্থায় বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।
Advertisement
বকেয়া ভূমি উন্নয়ন করের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে ৫৭ লাখ ৮৬ হাজার ৯৭১ টাকা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে এক লাখ ৫৬ হাজার ১৬০ টাকা এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কাছে ১১ কোটি ২৪ লাখ ১৯ হাজার ২৩৮ টাকা বকেয়া রয়েছে। ভূমি সংস্কার বোর্ড চিঠিতে এ তথ্য জানিয়েছে।
ভূমি সংস্কার বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সংস্থা প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
আরএমএম/কেএসআর/জিকেএস
Advertisement