খেলাধুলা

এবার নির্বাচকদেরও নজরে রাখবে বিসিবি

গত ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ। মাঠে এই কৃতিত্বের অধিকারী খেলোয়াড়রা হলেও পর্দার অন্তরালে নায়ক কিন্তু নির্বাচকরা। কারণ, সঠিক সময়ে মুস্তাফিজ, সাব্বির, সৌম্য, তাসকিনদের মত তরুণ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দলের চেহারা বদলে দিয়েছে। আবার বিশ্বকাপের মত বড় আসরে মিঠুন, শুভাগত ও সাকলাইন সজীবদের দলে নিয়ে সমালোচনাও সইতে হয়েছে তাদেরকে। তাই এখন থেকে নির্বাচকদের পারফরম্যান্স যাচাই করার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দেবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।সোমবার নিজ কার্যালয়ে বিসিবি প্রধান বলেন, ‘নির্বাচক কমিটিতে পরিবর্তন বলতে, এটাকে আমরা আরও বৃহৎ আকারে তৈরি করছি। আমাদের চিন্তাধারা হচ্ছে, এ মূলতঃ দায়িত্বটা কাদের? যারা নির্বাচক আছে, তাদের পারফরম্যান্স কে দেখবে? আমাদের ধারণা, এজন্য বোর্ডের কারো দায়িত্ব নেওয়া উচিত। পছন্দমত একজন সিনিয়র খেলোয়াড়কেও দেয়া হতে পারে এ দায়িত্ব।’নির্বাচকদের পারফরম্যান্স যাচাইয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে কে আসতে পারে? নির্বাচক কমিটি দেখাশোনার দায়িত্ব তো ক্রিকেট অপারেশন্স কমিটির। তিনি আবার বোর্ড ডিরেক্টরও। তাহলে তার কাছেই কী এই দায়িত্ব যাচ্ছে? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘এটা হতে পারে। সাধারণত তাই হয়। আবার পরিবর্তনও হতে পারে। আমরা সিনিয়র কাউকেও দায়িত্ব দিতে পারি। কাকে দায়িত্ব দেবো, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।’গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেটের আমূল পরিবর্তন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মত ওয়ানডে র্যাংকিংয়ে সেরা অবস্থান ৫ নম্বরে এখন বাংলাদেশ। আর এর কৃতিত্ব খেলোয়াড়দের পাশাপাশি নির্বাচকদেরও কম নয়।আরটি/আইএইচএস/এবিএস

Advertisement