দেশজুড়ে

নোংরা পরিবেশে খাবার উৎপাদন, বেকারিকে জরিমানা

নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় ফেনীর কৃষাণ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের গোডাউন কোয়ার্টারে অভিযান চালানো হয়।

Advertisement

এসময় নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট কেমিকেল পাওয়ায় কৃষাণ বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বস্ত্র হকার্স মার্কেটে ডিমের গোডাউনে তদারকি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করে জেলা পুলিশের একটি দল।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, ভেজাল রুখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম

Advertisement