দেশজুড়ে

আওয়ামী লীগ নেতার সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও তার স্ত্রী তহুরা বেগমের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখা করা তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে।

Advertisement

বুধবার বিকেলে পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাবিবুল ইসলাম হাবিব জানান, দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি কাজী মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন: দুর্নীতি সরকারের প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধকসরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি: হানিফ

পরে ঠাকুরগাঁওয়ের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন তার আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তার আয়কর ফাইলে দেওয়া সম্পদের হিসাবে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদ গোপন, আয়বহির্ভূত ৭৯ লাখ ৭২ হাজার ৫৫ টাকার সম্পদ ভোগ দখলের খোঁজ পাওয়া যায়।

Advertisement

এরপর ১২ জুন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মার্জী সম্পদের দলিল ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে কাজী মাহমুদুর রহমানের নামে থাকা ১৬টি এবং তার স্ত্রীর নামে একটি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

সফিকুল আলম/জেডএইচ/জেআইএম