দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচার হয়েছিলেন মোবারক ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি। এরপর সেখানে তিনি দুই বছর কারাভোগ করেন।
Advertisement
সবশেষ বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বেনাপোল দিয়ে তাকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। পাচার হওয়া যুবক শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার দতরা গ্রামের শাজাহান আকন্দের ছেলে।
Advertisement
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, বাংলাদেশি এক যুবককে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
মো. জামাল হোসেন/জেডএইচ/জেআইএম