খেলাধুলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় জাহানারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মত কোন সাফল্যই পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে সবকটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে মাঠের লড়াইতে সাফল্য না পেলেও মাঠের বাইরে ঠিকই এগিয়ে রয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম। বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সবচেয়ে উল্লিখিত নারী খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জাহানারা।ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও হয় ভারতে। ছেলেদের মতই সেখানে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজের নারী দল। পুরো টুর্নামেন্টেই ক্রিকেটারদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে। এখানেই সবচেয়ে উল্লিখিত নারী খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা। তালিকায় সবার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক সানা মীর। নারী ক্রিকেটারদের ভেতর তার নাম বিশ্বকাপ চলাকালীন সময় সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে। পুরুষ এবং নারী ক্রিকেটার মিলিয়ে দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে ভারতের বিরাট কোহলির নাম। এরপরেই আছেন ধোনি, শহীদ আফ্রিদ এবং ক্রিস গেইল। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে ধোনির শেষ বলের রানআউট সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যোগাযোগ মাধ্যমগুলোতে।আরআর/আরআইপি

Advertisement