চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘরের ভেতর রাসেলস ভাইপার মনে করে অন্য একটি সাপে মেরে ফেলা হয়েছে। বুধবার (২৬ জুন) রাত ২টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া পূর্ব মসজিদিয়া এলাকার মোস্তফা ভিলায় এ ঘটনা ঘটে।
Advertisement
বতসঘরের মালিক সালাহ উদ্দিন অপু জানান, বুধবার রাত ২টার দিকে ঘরের একটি কক্ষে সাপ দেখতে পাই। দেখতে অনকেটা রাসেলস ভাইপারের মতো। তাই মেরে ফেলা হয়েছে। পরে ছবি দেখে অনেকে বলছে এটি রাসেলস ভাইপার না, ঘরগিন্নি।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মিরসরাই উপজেলায় এখনো রাসেলস ভাইপার শনাক্ত হয়নি। অনেক জায়গায় এই সাপ মনে করে অন্য সাপ মেরে ফেলা হচ্ছে। এটা মোটেও ঠিক না। সাপ দেখলে স্থানীয় বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেন তিনি।
এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস
Advertisement