দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
Advertisement
এতে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়াও অন্যান্য অঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে।
আরএএস/ইএ/এএসএম