খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথমবারের মতে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। আজ প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানরা। এদিন টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বলেই হয়তো আগে ব্যাট নিয়েছেন রশিদ খান। এখানে রশিদ খানের কাছে পিচ তেমন বড় কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। কারণ, প্রোটিয়ারা আগে ব্যাট করতে গেলে রানের পাহাড় গড়ে ফেলার সম্ভাবনা থাকে। সেই রান টপকানো অন্য দলের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নুর আহমদ, নবিন-উল হক, ফজল হক ফারুকি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, তাবরিয়াজ শামসি।

এমএইচ/

Advertisement