দেশজুড়ে

জেলের জালে ধরা পড়লো রাসেলস ভাইপার

মানিকগঞ্জের হরিরামপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ।

Advertisement

বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে জেগে ওঠা পদ্মার নতুন চর ভাটিকান্দি এলাকায় চায়না দুয়ারি জালে সাপটি আটকা পড়ে।

উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আফছার মিস্ত্রি (৪৫) দুপুরের দিকে চায়না দুয়ারী জাল থেকে মাছ আহরণের সময় রাসেলস ভাইপারটি দেখতে পান।

আফছার মিস্ত্রি বলেন, ‘সাপটি জ্যান্ত অবস্থায় সাবধানে ধরে আন্ধারমানিক ট্রলারঘাটে নিয়ে আসি। এটি প্রায় তিন ফুট লম্বা। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে সাপটি হস্তান্তর করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।’

Advertisement

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, সাপটি ঢাকায় বন অধিদপ্তরে পাঠানো হবে। এটি গবেষণার কাজে নাকি কোথাও অবমুক্ত করা হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

বিএম খোরশেদ/এসআর/জিকেএস