জাতীয়

ইভিএমে আস্থা বাড়ায় ভোটার উপস্থিতি বেড়েছে: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায় ৭২ শতাংশ ভোট পড়েছে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। এতে প্রমাণ হয় ইভিএমে আস্থা বাড়ায় ভোটারদের অংশগ্রহণ বেড়েছে।

Advertisement

বুধবার (২৬ জুন) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আজ দুটি পৌরসভায় নির্বাচন হয়েছে। সব জায়গায় নির্বাচন খুব সুন্দরভাবে হয়েছে। ভোটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বড় কোনো সংঘর্ষ হয়নি। ইভিএমে আস্থা বেড়েছে, ভোটারদের আগ্রহ বেড়েছে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে ইভিএমে ভোট হবে। ইভিএম প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হবে। ইভিএম সংরক্ষণের জন্য আমরা একটি ওয়্যারহাউজ নির্মাণ করবো, এজন্য ঢাকায় জমি খুঁজছি।

Advertisement

আরও পড়ুন ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: ইসি সচিব ‘নৌকা ছাড়াই’ স্থানীয় সরকার নির্বাচন, আইনে যা আছে

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাইয়ের এনআইডি জালিয়াতি প্রসঙ্গে শফিউল আজিম বলেন, এটা নিয়ে কাজ করছি, আরও কিছু সময় লাগবে। আমরা চাই না বৈজ্ঞানিকভাবে কোনো খুঁত থাকুক। বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেম উদ্দিনের ছয় সন্তান বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন, এটা নিয়ে তদন্ত চলছে।

এমওএস/ইএ/জিকেএস