খেলাধুলা

‘ক্রিকেটে কোচের কোন প্রয়োজন নেই’

কোচবিহীন ক্রিকেট দলের কথা শুধুমাত্র পাড়ার ক্রিকেটেই দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচের ভূমিকা অপরিহার্য। কিন্তু পাকিস্তানের সর্বকালের সেরা লেগ স্পিনার আবদুল কাদির মনে করেন ক্রিকেটে কোচের কোন দরকার নেই। কয়েকদিন আগেই পাকিস্তান দলের কোচ থেকে পদত্যাগ করেছেন ওয়াকার ইউনুস। নতুন কোচের সন্ধ্যানে চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে কোচ বাছাইয়ের জন্য ওয়াসিম আকরাম এবং রমিজ রাজাকে নিয়ে কমিটিও গঠন করেছে পিসিবি। বর্তমান পাকিস্তানের দৈন্যদশা কাটাতে ভালো একজন কোচ খুঁজছেন তারা। কিন্তু আবদুল কাদির মনে করেন, কোচ রাখা মানে শুধু টাকা নষ্ট। সাংবাদিকদের সাথে আলাপকালে কাদির বলেন, ‘কোচ রাখা মানেই টাকা নষ্ট তাছাড়া কিছু না। ক্রিকেটে কোন কোচের প্রয়োজন নেই। অধিনায়কই এখানে প্রধান। দলের সবকিছুই তার হাতে থাকে।’কোচ না রাখার ব্যপারে যুক্তিও দেখিয়েছেন সাবেক এই লেগ স্পিনার। ‘আমাকে বলুন, কোচের কাছ থেকে আন্তর্জাতিক ক্রিকেটাররা কি শিখতে পারে? খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা কিংবা পরিকল্পনা অনুযায়ী সবকিছু করার জন্য অধিনায়কই সঠিক মানুষ।’পাকিস্তানের ক্রিকেটে উন্নয়নের জন্য ঘরোয়া ক্রিকেটের মান আরো বাড়ানোর দিকেই বেশি তাগিদ দিচ্ছেন আবদুল কাদির। পিসিবিকে পরামর্শ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের কাঠামো ঢেলে সাজানোর জন্য। আইসিসির কাছে কোচ নিয়োগ বন্ধ করার ব্যাপারে আবেদনও জানিয়েছেন কাদির। ‘আমি আইসিসিকে অনুরোধ করবো কোচ পাঠানোর এই রীতি বন্ধ করতে। এটি ছাড়াও অন্য দেশে কোচ পাঠানোর ব্যাপারটাতেও যাতে সকলকে নিরুৎসাহিত করা হয়। এসবের কোনো ফলাফল নেই।’ আরআর/পিআর

Advertisement