দেশজুড়ে

গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

Advertisement

বুধবার (২৬ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

ঝিনাইদহে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

Advertisement

তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল উদ্ধার অভিযান তদারকি করেন। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের পুকুরে জাল টানা হয়; সেখানেও কিছু পাওয়া যায়নি।

পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, মামলার সব আসামিকে গ্রেফতারে অভিযান চলমান। পাঁচজন গ্রেফতার হয়েছে, বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথোন করেছিলেন সেটি উদ্ধারে অভিযান চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

Advertisement