নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির ও পুত্রবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও এলাকাবাসী জানান, ছোট চৌগ্রামের মৎস্যচাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে লাইন টেনে নিয়ে যান। সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি লাকি বেগমের শ্বশুর দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর মৎস্যচাষি হামিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী।
Advertisement
ওসি আবুল কালাম আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজাউল করিম রেজা/এফএ/এএসএম