জাতীয়

সকাল থেকে ঢাকায় ঝুম বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। বুধবার (২৬ জুন) সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

সকালে ঢাকার আকাশে ছিল কিছুটা মেঘ, কিছুটা রোদ। এরপর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। কমেছে তাপমাত্রা।

এদিকে, বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।

রাজধানীর ওয়ারলেস মোড়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মামুনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, বাড্ডায় আমার অফিস। আধাঘণ্টা সময় নিয়ে বের হয়েছি অফিস যাওয়ার জন্য ৷ ছাতাও সঙ্গে নেই। হঠাৎ বৃষ্টিতে একদম ভিজে গেছি।

Advertisement

আরও পড়ুন:

বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে যে কারণে এবারের হজে এত বেশি মৃত্যু দেশে দেশে তীব্র তাপপ্রবাহ, বাড়ছে মৃত্যু

আরেক পথচরী বিজয় সেন জানান, ভিজে গেলেও হঠাৎ বৃষ্টিতে ভালো লাগছে। ঈদের পর ঢাকায় তেমন কোনো বৃষ্টি হয়নি। আজ সারাদিন ঠান্ডা থাকবে আবহাওয়া আশা করি।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির আভাস থাকলেও ঢাকাসহ আরও ৫টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঈদের পর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রভাব বেশি। 

Advertisement

আরএএস/এসএনআর/এএসএম