ন্যায়বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
Advertisement
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও বিচারপ্রার্থীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনের আশ্রয়ের জন্য যারা আদালতে আসেন তারা সুখী মন নিয়ে আসেন না, বিপদে পড়েই আসেন। বিপদগ্রস্ত এসব মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যারা সেবা নিতে আসবেন ‘ন্যায়কুঞ্জে’ সাময়িকভাবে বসে তারা বিশ্রাম নিতে পারবেন। ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। সাময়িক বিশ্রামের ফলে ধীরে ধীরে বিচারের জটিলতা কমে যাবে ও বিচার ব্যবস্থা আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
Advertisement
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ (বিচারক) আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার, জেলা প্রশাসক গোলাম মাওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজসহ বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান বিচারপতি আদালত চত্বরে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন।
এফএ/এএসএম
Advertisement