ধর্ম

দান-অনুদান বা উপঢৌকন গ্রহণের দোয়া

বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে মানুষ একে অপরকে দান-অনুদান, সাদকা, হাদিয়া, উপহার-উপঢৌকন দিয়ে থাকে। এ দান-অনুদান বা উপঢৌকন গ্রহণ করার সময় দাতার জন্য রয়েছে বরকত ও সমৃদ্ধির দোয়া। তাছাড়া হাদিয়া দেয়া-নেয়া সুন্নাত; দান-অনুদান, সাদাক্বা প্রদানও সুন্নাত এবং ছাওয়াব ও বরকতময় কাজ।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপহার-উপঢৌকন, দান-অনুদান ও সাদাক্বাহ দাতার জন্য দোয়া করতেন। হাদিসে এসেছে->> হজরত আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে কেউ ছাদাক্বাহ নিয়ে আসলে, তিনি বলতেন-اَللَّهُمَّ صَلِّي عَلَيْهِউচ্চারণ : ‘আল্লাহুম্মা ছাল্লি আলাইহি’ (বুখারি, মুসলিম, মিশকাত)অর্থ : হে আল্লাহ! তার উপর রহমত বর্ষণ করুন।>> অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাতার জন্য এভাবে দোয়া করতেন-উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা।’ (বুখারি)অর্থ : আল্লাহ তোমার সম্পদ ও পরিবারবর্গকে বরকত দান করুন।’সুতরাং সেবামূলক প্রতিষ্ঠানে অনুদান, অসহায় মানুষকে সহায়তা প্রদান, জ্ঞানী-গুণীজনকে উপহার প্রদানসহ সকল সহায়তাকারীর জন্য দোয়া করা সুন্নাত। আল্লাহ তাআলা সাহায্যকারীর জন্য দোয়া করে হাদিসের আমল করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement