দেশজুড়ে

নিকলী বেড়িবাঁধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী বেড়িবাঁধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ জুন) পিস অ্যাম্বাসেডর গ্রুপ নিকলীর আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।

এতে অংশ নেন সদর ইউনিয়ন পরিষদ ইয়ুথ পিস ফ্যাসিলেটর গ্রুপ, স্বপ্নপুরী চাইল্ড ফাউন্ডেশন, রোভার স্কাউট মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ এবং স্থানীয় এনজিও এসডিএফ।

এসময় উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহারিয়ার আহমেদ তুলিপ, পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) সমন্বয়কারী রাখী গোপাল দেবনাথ, পিএফজি অ্যাম্বাসেডর জসিম উদ্দিন, পিএফজি অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম, স্থানীয় এনজিও এসডিপির নির্বাহী পরিচালক দিদারুল আলম, মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের প্রভাষক এ এইচ এম আসাদ প্রমুখ।

Advertisement

নিকলী সদর ইউনিয়নের চেয়্যারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন, পর্যটনের অন্যতম এক সম্ভাবনা নিকলী হাওর। সবার সহযোগিতায় পর্যটন কেন্দ্র নিকলীকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন।

এসকে রাসেল/এসআর/এএসএম