ধর্ম

ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভের উপায়

মানুষের জন্য সর্বোত্তম সম্পদ হলো ঈমান। আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ ছাড়া ঈমান লাভ করার কোনো উপায় নেই। ঈমান গ্রহণের পর মানুষকে ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে তিনটি মৌলিক বিষয়ের উপর নির্ভরশীল হতে হয়। ঈমানের মৌলিক বিষয়ের গুরুত্বপূর্ণ হাদিসটি তুলে ধরা হলো-হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু  আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, এমন তিনটি বস্তু রয়েছে, যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে, কেবল সে-ই এগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তা হলো-১. যার নিকট আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে।২. যে ব্যক্তি কোনো বান্দাকে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসে এবং৩. যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি দেয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে, যেমন অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। (বুখারি ও মুসলিম)হাদিসে ঈমানের স্বাদ-এর মর্মার্থ >> শায়খ মুহিউদ্দিন ইবনুল আরাবির মতে, ইবাদাত-বন্দেগিতে আগ্রহ বোধ করা; তৃপ্তি অনুভূত হওয়া; দ্বীনের পথে দুঃখ-কষ্ট সহ্য করার মানসিকতা সৃষ্টি হওয়া এবং দুনিয়ার সকল বিষয়ের ওপর ইসলামকে প্রাধান্য দেয়ার মানসিকতা অর্জন করাই হচ্ছে ঈমানের স্বাদ লাভ।>> আল্লামা কাজী বায়যাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসলামি শরিয়তের অনুশাসন ও বিধি-বিধান পালন করা স্বভাবগত কষ্টকর মনে হলেও তার উপকারিতা এবং প্রতিদানের প্রত্যাশায় যা যথাযথ পালনের আগ্রহ সৃষ্টি হওয়াই হচ্ছে ঈমানের স্বাদ লাভ।আল্লাহকে ভালোবাসার তাৎপর্যঈমানের স্বাদ লাভ করে পরিপূর্ণ ঈমানদার হতে হলে দুনিয়ার সবকিছু থেকে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। যা হাদিস দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, (হে রাসুল!) আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার (বিশ্বনবির) অনুসরণ করো। তবে আল্লাহকে ভালোবাসা হবে। (সুরা ইমরান : আয়াত ৩১)এ আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা একসূত্রে গাঁথা। তাই আল্লাহ ব্যতিত রাসুলকে ভালোবাসা আবার রাসুল ব্যতিত শুধু আল্লাহকে ভালোবাসার দাবি অমূলক ও ভিত্তিহীন।সুতরাং ঈমাণের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে হলে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ আনুগত্যের বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমানের পরিপূর্ণ স্বাদ করতে হাদিসের তিনটি মৌলিক বিষয়ের প্রতি আমল করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement