সাহিত্য

ওয়ালিদ জামানের ছয়টি কবিতা

আপনার মায়ায় পড়েছি

Advertisement

আপনি একবার ফিরে আসুনআমি এক পৃথিবী লিখবোআপনি একবার ভালোবাসুনআমি এক পৃথিবী রুখবো!

আপনি ছেড়ে যান, দূরে যানআমার ঝরে নিদারুণ অভিমানআপনি জানেন— রেখে যাওয়া শার্ট গায়ে জড়িয়ে রাখিচলে যাওয়ার রাস্তায় দূর তাকিয়ে থাকি!

আপনি একবার ফিরে আসুনআমরা এক কাপে চা খাবোআপনি আবার ভালোবাসুনআমি ঠিক গলে যাবো!

Advertisement

আপনি চলে যান, রেখে যানএক সাগর মায়ার অভিধানআপনি জানেন— আমি আপনার মায়ায় পড়েছিভালোবাসলে ফেরা যায়কিন্তু আমি একি করেছি!

****

জানতে ইচ্ছে করে

শহরজুড়ে কৃষ্ণচূড়া পোড়েএমন দিনে তুমি অনেক দূরেকোথায় আছো? কেমন আছো?জানতে ইচ্ছে করে!

Advertisement

মনের ভেতর আরেকটা মনজুড়েপ্রেম থেকে যায় অনেকটা গভীরেকোথায় রাখো? কেমন রাখো?জানতে ইচ্ছে করে!

রাত থেমে যায় হঠাৎ আসা ভোরে একলা থাকার প্রতিটা প্রহরেকোথায় একা? কেমন একা?জানতে ইচ্ছে করে!

ভালোবাসার নতুন হাতে ধরেআনন্দে কি খানিকটা মন ভরেকোথায় ভরে? কেমন ভরে?জানতে ইচ্ছে করে!

****

হঠাৎ কেন এলেন

এই যে পাশে থাকেনআমায় ভালো রাখেনমন খারাপের দিনেমনের কথা জেনে

এই যে কথা বলেনআমার আপন হলেনকাব্য রাখি তুলেগল্প করার ছলে

এই তো সেদিন শুরুবুকের দুরু দুরুনা বলা সব কথাস্মৃতির জমা পাতা

হঠাৎ কেন এলেনবলতে সাথে চলেনদুঃখ পেরিয়ে দূরেআঁধার কাটা ঘরে!

****

আপনি

আপনার অপেক্ষায়—কখনো রাত ফুরিয়ে ভোর আসেআপনি আসেন না!

বারান্দার গাছে গোলাপ আসেআপনি আসেন না!

বছরে ৩৬৫ দিন যায়-আসেআপনি আসেন না!

রাতে পাখি নীড়ে আসেআপনি আসেন না!

বানে ভাসে বৃষ্টি আসেআপনি আসেন না!

কবে আসবেন আপনি—রাত ফুরানো শেষ প্রহরেসূর্য ওঠা কোমল ভোরে

ভরদুপুরে গোলাপ হাতেখুবটি করে চমকে দিতে

কিংবা কোনো বছর শেষেঠিক দাঁড়াবেন মিষ্টি হেসে

নয়তো কোনো পাখির ডানায়একটু দেখার এক বাহানায়

হয়তো হঠাৎ বৃষ্টি ভিজেনেবেন তো ঠিক আমায় খুঁজে!

আপনার জন্য ভালোবাসা—আপনি তখন দূরেআমার একলা কাটা ভোরে

বারান্দাটা জুড়েগোলাপ গেছে ভরে

আমার বছর কাটেএকলা ঘরে হেঁটে

পাখির মতো উড়েমন যেতে চায় দূরে

বাদল যখন আসেনেই কেন মোর পাশে?

অবশেষে আপনি এলেন—ঠিক ভোরে এক প্রহরেজড়তায় জীবন গিয়েছে ভরে

বারান্দাতে গোলাপ তখন নেইঅযত্নে তা মরেছে কবেই

মাস-বছর আর হয় না গোনাঝাপসা চোখ, কানে যায় না শোনা

পাখির বাসা শূন্য পড়েঘর বেঁধেছে অনেক দূরে

বৃষ্টিতে নেই অনুভূতিতবুও পাশে থাকেন যদি!

****

আপনি হবেন সেই কবিতা

আপনাকে কিছু কিছু কথা বলা হয়ে ওঠে নাবলে ফেলার মতো সময় আর সাহস জোটে নাসে কথাগুলো শুধু আটকে থাকে মাথায়জমে জমে তারা প্রেমিক হওয়ার খবর রটায়!

এমন প্রেমেই আপনাকে দেখার ইচ্ছে খুবজেনে-শুনেই গভীর জলে মন দিচ্ছে ডুবসে ভালোবাসা আটকে থাকে বুকের খাঁচায়অথৈ জলে ডুবতে থাকা আমায় বাঁচায়!

আপনার মনের মেঘ সরিয়ে বৃষ্টি হবোবিষণ্নতার দিন সরিয়ে ভালোবাসা দেবোসে প্রেম থেকে যাবে মনের খাতায়কাব্য হবে সুখ স্মৃতিরা পাতায় পাতায়!

এমন কাব্যে আপনি হবেন সেই কবিতাতেজস্বিনী মাঝ আকাশের সেই রবিটাসে কিরণ বিঁধবে এসে, ঠিক হৃদয় মাঝেভালোবাসা মিলবে এসে নতুন সাঁঝে!

****

মায়া

আপনি বেলি বড্ড ভালোবাসেন কাঠগোলাপের মায়ায় মেশেনআমার প্রিয় নীলমণি লতাআগুন ঝরা কৃষ্ণচূড়া যথা!

যদি সুধাই বেলি খোপায় গোঁজেনবৃষ্টিতে খুব ভালোবাসা খোঁজেন?জানি বলবেন এসব করার সময় কোথায়এক পৃথিবী কাজ যে আমার মাথায়!

আমি তবু হাল ছাড়ি নাশুনতে চাওয়ার পণ ছাড়ি নাআপনি বলেন শুনতে পারো দূর বহু দূরমাঠ পেরিয়ে বন পেরিয়ে মনের কি সুর!

আমি বলি এ তো অনেক গভীর কথাজমে থাকা এক সমুদ্র দুঃখ বারতাআপনি বলেন—তবেই তুমি কাঠগোলাপে মায়া পাবেশুভ্র বেলির মন জুড়ানো ছায়া পাবে!

এসইউ/জেআইএম