ধর্ম

সিজদায় পা জমিন থেকে উঠে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?

সিজদার সময় সাতটি অঙ্গ মাটিতে লাগানো বা সাতটি অঙ্গের ওপর সিজদা করা আবশ্যক। রাসুল (সা.) বলেন,

Advertisement

‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত দুই পা জমিনে রাখা সুন্নতে মুআক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় কোনো রকম অসুবিধা ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরহে তাহরিমি। তবে সিজদায় অল্প সময়ের জন্যও পা জমিনে রাখলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি একেবারেই জমিনে না লাগে তাহলে নামাজ হবে না।

Advertisement

নামাজের সিজদায় পুরুষের জন্য কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। সিজদায় কনুই জমিনে বিছিয়ে রাখা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বলেছেন, সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি: ৭৮৪)

কনুই হাঁটু ও উরু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখাও সুন্নত। আবু হুমাইদ (রা.) বলেছেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল জমিনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন। (জামে তিরমিযী, হাদীস ২৭০)

তবে নারীদের জন্য সিজদার সময় কুনুইসহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব (রহ.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে। নারীরা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়। (সুনানে আবু দাউদ: ৮০)

ওএফএফ/জিকেএস

Advertisement