টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাত দশটার দিকে উপজেলার পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
Advertisement
গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয় লোকজন পুলিশের গাড়ির কাছে ভিড় জমায়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) করিম হোসেন জানান, কে বা কারা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত দশটার দিকে উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছেন তিনি।
Advertisement
এস এম এরশাদ/এফএ/জিকেএস