ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান এখন থেকে নিয়মিতভাবে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। সোমবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এমনটাই বললেন তিনি।তিনি বলেন, ‘আমি এর আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। এরমধ্যে রয়েছে হুমায়ূন আহমেদ স্যারের ‘আমার আছে জল’, ‘নয় নম্বর বিপদ সংকেত’। এছাড়াও ‘ভুবন মাঝি’, ‘মাধো’ ইত্যাদি নামের ছবি দুটোতেও কাজ করেছি। তবে ভুবন মাঝি ছবিটি রয়েছে মুক্তি প্রতিক্ষায়। বাকী ছবিগুলোতে কাজ করে খুব ভালো সাড়া পেয়েছি।’সম্প্রতি মাজনুন মিজান চুক্তিবদ্ধ হলেন ‘মেন্টাল’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় নতুন ছবি ‘বসগিরি’-তে। সেখানে তাকে দর্শকরা দেখতে পাবেন একেবারে নতুন আঙ্গিকে।মাজনুন মিজান বলেন, ‘বসগিরি ছবির নির্মাতা শামীম আহমেদ রনি আমার খুব কাছে মানুষ। সে যখন আমাকে ছবিতে কাজের কথা বলেন তখন আমার খুব বেশি আগ্রহ ছিল না। কিন্তু পরে যখন স্ক্রিপ্ট পড়েছি তখন ভাবলাম আরে এই চরিত্রটি তো আমার জন্য! তারপর ছবিতে অভিনয় করতে সম্মতি জানাই। ছবির হিরো শাকিব খান। এখানে আমি তার ক্লোজ ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবো। আমার চরিত্রের গভীরতা অনেক বেশি। বাকিটা চমক হিসেবেই রাখতে চাই।’ তিনি আরো বলেন, ‘নাটকে কাজের পাশাপাশি এখন থেকে বাণিজ্যিক ছবিতেও নিয়মিত কাজ করবো। তবে সেটি হতে হবে মান সম্মত এবং রুচিশীল কাজ।’এদিকে বর্তমানে বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাজনুন মিজান। সর্বশেষ তার অভিনীত বাংলালিংক অ্যাপস- ১০০ তে ১২০ -এর একটি বিজ্ঞাপন দারুণ প্রশংসিত হয়েছে।এনই/এলএ/আরআইপি
Advertisement