দেশজুড়ে

লাইসেন্সহীন হাসপাতাল বন্ধ, দেড় লাখ টাকা জরিমানা

রংপুরে লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে সেবা হসপিটাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

সোমবার (২৪ জুন) বিকেলে রংপুর নগরীর ধাপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান পরিচালনা করেন।

মাহমুদ হাসান মৃধা জাগো নিউজকে বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালে কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নন। এছাড়া হাসপাতালটির পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরাঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে, যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।'

তিনি আরও বলেন, সেবা হসপিটাল কোনো সরকারি নীতিমালাও অনুসরণ করেনি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।'

Advertisement

অভিযানে সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন মো. আখতারুজ্জামান ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/জেডআইকে/জেআইএম