ক্যাম্পাস

বিএফআরআইয়ের প্রথম নারী মহাপরিচালক মোহসেনা বেগম তনু

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেনা বেগম তনু। বিএফআরআইয়ের নারী মহাপরিচালক হিসেবে তিনিই প্রথম নিয়োগ পেলেন।

Advertisement

শনিবার (২২ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২৫ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।

জানা যায়, মোহসেনা বেগম তনু বিএফআরআইয়ের পরিচালক (গবেষণা ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি বর্তমান মহাপরিচালক ড. মো. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হবেন।

শিক্ষাজীবনে মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন।

Advertisement

১৯৯১ সালে বিএফআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোহসেনা বেগম তনু দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ। তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশব্যাপী ব্যবহৃত হচ্ছে।

আসিফ ইকবাল/এনআইবি/এএসএম

Advertisement