রাজনীতি

বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত

বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি করা হয়েছে।

Advertisement

অ্যাডভাইজরি কমিটির সদস্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলামকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা প্রদান করা হয়েছে।

এছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)।

Advertisement

এছাড়া অন্য সদস্যরা হলেন- ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভানিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

কেএইচ/জেডএইচ/এএসএম