শিক্ষা

বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬২ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। রোববার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বাউবির এসএসসি ২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।

উত্তীর্ণদের মধ্যে ‘এ প্লাস’ পেয়েছেন পাঁচজন, ৭০৪ জন ‘এ গ্রেড’, ২ হাজার ১৩৮ জন ‘এ মাইনাস’, ২ হাজার ৭২২ জন ‘বি গ্রেড’, ২ হাজার ১৬১ জন ‘সি গ্রেড’ এবং ৬৭ জন ‘ডি গ্রেড’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলের বিস্তারিত তথ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement

এএএইচ/এমআইএইচএস