দেশজুড়ে

২০০ টাকা বাসভাড়া বেশি নেওয়ায় জরিমানা ১০ হাজার

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতি টিকেটে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ঢাকাগামী লাল সবুজ ও ইকোনো পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (২৩ জুন) বিকেলে সোনাইমুড়ী বাইপাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) মো. আবদুল মতিন অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকামূখী যাত্রীদের থেকে ৫৫০ টাকার ভাড়া ৭৫০ টাকা আদায় করার অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে অভিযোগের সত্যতা পেয়ে লাল সবুজকে পাঁচ হাজার এবং ইকোনো পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এনআইবি/জেআইএম