আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করতে পারে রাশিয়া

পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি দেশের একটি নীতি রয়েছে। যেমন কখন ব্যবহার হবে ও কার নির্দেশে ব্যবহার হবে তা আইনের মাধ্যমে নির্ধারিত।

Advertisement

রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা সংশোধন করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তাপোলভ। যদি রাশিয়ার বিরুদ্ধে হুমকি ও চ্যালেঞ্জ অব্যাহত থাকে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন>

বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে যা বললেন পুতিন

আন্দ্রে কার্তাপোলভ বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারে বর্তমান নিয়ম পরিবর্তন নির্ভর করছে আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

Advertisement

তিনি বলেন, আমরা যদি দেখি চ্যালেঞ্জ ও হুমকি অব্যাহত রয়েছে তাহলে নীতিতে পরিবর্তন আনতে পারি। বিশেষ করে ব্যবহারের সময় ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায়।

তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন রাশিয়ার এই আইনপ্রণেতা।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার বর্তমান নীতি হলো যদি কেউ আগে গণবিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করে অথবা কোনো যুদ্ধের প্রেক্ষিতে অস্তিত্বের ওপর হুমকি তৈরি হয়।

সম্প্রতি ভিয়েতনাম সফরের সময়ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

সূত্র: রয়টার্স, আরটি

এমএসএম