জাতীয়

সচিবালয় প্রায় স্বাভাবিক, দর্শনার্থী কম

ঈদের ছুটির পর দুই দিন কিছুটা ঢিলেঢালা থাকলেও রোববার (২৩ জুন) সচিবালয় প্রায় স্বাভাবিক। তবে দর্শনার্থী এখনো কম।

Advertisement

গত ১৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়সহ সরকারি অফিস খোলা ছিল। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটিতে ছিলেন।

অফিস খোলার পরেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে দুই দিন সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা ও কর্মচারীদের কম উপস্থিতি এবং দর্শনার্থীদের সংখ্যা কম থাকায় ওই দুদিন সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। কাজেও ছিল ঢিলেঢালা ভাব।

কিন্তু রোববার সচিবালয় প্রায় স্বাভাবিক। বাড়তি ছুটি শেষে কেউ কেউ ঈদের পরে আজকেই প্রথম কাজে যোগ দিয়েছেন। যারা ঈদের পরে প্রথমে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

Advertisement

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন মন্ত্রীও ঈদের পরে আজকেই প্রথম অফিস করছেন।

সকাল থেকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। অন্যান্য দিনের মধ্যেই কাজ করছেন তারা।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতো পূর্ণ রয়েছে। তবে দর্শনার্থের সংখ্যা কম। এজন্য লিফটগুলোর সামনে তেমন ভিড় নেই।

৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য সময়ের মতো তদবিরকারীদের ভিড় দেখা যায়নি। ভিড় নেই ৬ নম্বর ভবনের লিফটগুলোর সামনেও।

Advertisement

আরএমএম/এসএনআর/এমএস