দেশজুড়ে

ট্রেনের বিকল ইঞ্জিন সচল করতে দেরি করায় স্টেশন ভাঙচুর

কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সচল করতে দেরি করায় যাত্রীরা স্টেশন ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে লালমাই রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

Advertisement

এর আগে বিকেল ৫টার দিকে হঠাৎ ট্রেনটি লালমাই স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে।

রেলওয়ে কুমিল্লা অঞ্চলের সাবস্টেশন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার বলেন, বিকেলের ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়নি। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাছিল স্বাভাবিক রাখা হয়েছিল।

পরে বিকল্প একটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটিকে সচল করে রাত সাড়ে ৮টায় গন্তব্যে রওয়ানা করে। শুনেছি এ সময়ের মধ্যে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে উঠে। ট্রেনটি যখন রওয়ানা করে ছাঁদে থাকা কয়েকজন যুবক ইট-পার্কেল মেরে স্টেশনের কয়েকটি গ্লাস ভাঙচুর করে।

Advertisement

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শ (এসআই) শাহাদাত হোসেন বলেন, ভাঙচুরের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। আপনার মাধ্যমে শুনেছি। এখনি খোঁজ-খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাবো।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস