রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে খসরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে এদিন বিকেল ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Advertisement

আরও পড়ুনখালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল: ফখরুল

পরে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না।

এরও আগে এদিন সকাল ৯টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। দ্রুতই তাকে সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড।

কেএইচ/ইএ/এএসএম

Advertisement