চট্টগ্রামে রাসেলস ভাইপার মনে করে দুটি অজগর পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া ও শনিবার (২২ জুন) দুপুরে বড়হাতিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
Advertisement
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভিড় জমে যায় উৎসুক জনতার। পরে লোকজন রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটি পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন যে এটি অজগর সাপ।
আরও পড়ুন:
Advertisement
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে হত্যা করা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে।
অপরদিকে, শনিবার দুপুরে উপজেলার লোহাগাড়ায় প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের অপর একটি অজগর সাপ রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী।
এএজেড/এসএনআর/এমএস
Advertisement